ধর্ম ও জীবন ডেস্ক:
কখনো কখনো হারাম পশু পাখির গোশত খাওয়া যাবে- যদি কঠিন খাদ্য সংকট দেখা দেয় এবং কারো কাছে হালাল খাবার মজুদ না থাকে। আর খাবার না খেলে মারা যাবে তবে অনন্তর হারাম গোশতের প্রাণী থাকলে তার গোশত খাওয়া যাবে।তবে এক্ষেত্রে শর্ত হলো- খাদ্য সংকটের এ অবস্থায় এমন পরিমাণ হারাম খাবার গ্রহণ করা যাবে, যতটুকু খেলে সে জীবিত থাকতে পারে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা বলেন, ‘সুতরাং যে বাধ্য হবে, অবাধ্য বা সীমালঙ্গনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা: বাকারা, আয়াত: ১৭৩)।
Leave a Reply