পাবনা প্রতিনিধি :
ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ব্যবসায়ী ও মানুষের মধ্যে ২০ লিফলেট বিতরণ করবে সংগঠনটি।
বুধবার রাতে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরি এ তথ্য জানান।
তিনি বলেছেন, সাহস ও সচেতনতা নিয়ে ডেঙ্গু মোবিবেলা করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু বিনষ্ট হয়ে যাবে। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে সচেতন হোন। চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএমএ পাবনার সাধারণ সম্পাদক ডা. আকসাদ আল মাসুর আনান, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক এবিএম ফজলুর রহমান, মো. সাজ্জাদ হোসেন বাচ্চু, মো. এসাদুর রহমান মিন্টু, উত্তম কুমার কুণ্ডু প্রমুখ।
Leave a Reply