সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (৩১ জুলাই) দুপুরে শীতলপুরে অবস্থিত মাষ্টার আবুল কাশেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানার করুয়াফেরু এলাকার আবু তাহেরের পুত্র মো.ছবিদুল (২৬), পিরোজপুর ভান্ডারিয়া এলাকার গফুর মাতব্বরের পুত্র মোহাম্মদ রাসেল (২৫) ও একই এলাকার আমজাদ বেপারীর পুত্র নান্টু হোসেন (২৪)।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইয়ার্ডে আমদানিকৃত স্ক্র্যাপ জাহাজের কাটিং কাজ করার সময় গ্যাস পাইপ লিক হয়ে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে তা অগ্নিকাণ্ডে রূপ নেয়। এতে জাহাজের ভেতরে থাকা ৮ শ্রমিক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছবিদুল, রাসেল ও নান্টু হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply