মৌলভীবাজার প্রতিনিধি:
অব্যাহতভাবে সারাদেশেই বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে মৌলভীবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৫ জনে। প্রতিনিয়ত ডেঙ্গু রোগী বাড়তে থাকায় চারিদিকে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (৩১ জুলাই) বিকাল পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫ জন। এদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে ৮ জন, মৌলভী পলি ক্লিনিকে ৫ জন, লাইফ লাইন হাসপাতালে ১ জন এবং বাকি ৭ জন চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আছেন। এছাড়া ৪ জনকে সিলেটে রেফার্ড করা হয়েছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. শাহজাহান কবির চৌধুরী বলেন, ডেঙ্গু মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৌলভীবাজারে এখনো কারো মৃত্যু হয়নি।
এদিকে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য সদর হাসপাতালের ৪র্থ তলায় আলাদা ডেঙ্গু কর্ণার চালু করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।
Leave a Reply