নিজস্ব প্রতিবেদক :
ট্রেনের টিকিট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিনে ২৭ হাজার ৮৮৫টি অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। কমলাপুর রেলওয়ে স্টেশনে চতুর্থ দিনের মতো রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) ১৩ হাজার ৯৪৩টি টিকিট বিক্রি হবে ঢাকার পাঁচটি রেলওয়ে স্টেশনের কাউন্টারে। আর ১৩ হাজার ৯৪২ টিকিট বিক্রি হবে অনলাইনে রেল সেবা অ্যাপসের মাধ্যমে। জানা গেছে, ঈদ উপলক্ষে ৩টি স্পেশাল ট্রেনসহ কমলাপুর থেকে ১৬টি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর ঢাকার পাঁচ স্থান থেকে মোট ৩৭টি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। সবমিলিয়ে আসন সংখ্যা ২৭ হাজার ৮৮৫।
রেলওয়ের তথ্য মতে, ১ আগস্ট ১০ আগস্টের ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
ঢাকার যে পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে, সেগুলো হলো- কমলাপুর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।
Leave a Reply