মেহেরপুর প্রতিনিধি:
আটককৃত সোহেল রানা ওরফে জুয়েল
মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাজার থেকে ৮শ পিচ ইয়াবাসহ সোহেল রানা ওরফে জুয়েল নামক এক যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ। আটককৃত জুয়েল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে মেহেরপুরগামী শ্যামলী পরিবহনে একজন মাদক পাচারকারী মাদকদ্রব্য নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বাওট বাজারে শ্যামলী পরিবহন থেকে নামলে সন্দেহভাজন জুয়েলকে তল্লাশি করে তার কাছ থেকে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি দৈনিক অধিকারকে জানান, আটক সোহেল রানা ওরফে জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply