জ্যেষ্ঠ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি। এ সময় ডেঙ্গুর ভয়াবহতা রোধে দ্রুত এ সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার যে রায় হয়েছে, তা পরিপূর্ণ বাস্তবায়ন করা হয়নি। তাই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
এ ছাড়া গুজব ছড়ানোকারীদের আইনের আওতায় আনতে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহীদুজ্জামান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply