সাতক্ষীরা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৮ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনসহ নানা জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করা হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি মেডিকেল ক্যাম্প।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে আটজন, মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ১৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সিভিল সার্জন আরো বলেন, ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে জ্বর নিয়ে সাতক্ষীরায় এসেছেন। হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেশ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মশা নিধন, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply