নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনগণকে সঙ্গে নিয়ে সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে এ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকার ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা।
‘ঢাকা দক্ষিণের নব সংযুক্ত ওয়ার্ডগুলো বাদ দিলে পূর্বের যে ৫৭টি ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশন ছিল তার মধ্যে ১৪, ১৮, ২২, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৩, ৫৫, ৫৬ ওয়ার্ড ডেঙ্গুমুক্ত রয়েছে।’
গত ১৭ থেকে ২৭ জুলাই স্বাস্থ্য অধিদফতর এসব ওয়ার্ডে জরিপ চালিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানান সাঈদ খোকন।
এই জরিপের সঙ্গে মতবিরোধ থাকলে এলাকায় গিয়ে সম্ভাব্যতা যাচাই করার আহ্বান জানান মেয়র।
Leave a Reply