যুগ-যুগান্তর ডেস্ক :
ফাইল ফটো
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য থাকছে জীববিজ্ঞানের কোষ বিভাজন নিয়ে আলোচনা। আশা করি উপকৃত হবে।
জীববিজ্ঞানের কোষ বিভাজন
১. নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভক্ত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) উপরের কোনটি নয়
২. প্রো-মেটাফেজ সেন্ট্রিওল হতে অ্যাস্টারে বিচ্ছুরিত হয় কোন কোষে?
ক) উদ্ভিদ কোষে
খ) প্রাণী কোষে
গ) আদি কোষে
ঘ) প্রকৃত কোষে
৩. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক পর্যায় কোনটি?
ক) ইন্টারফেজ
খ) প্রোফেজ
গ) প্রো-মেটাফেজ
ঘ) মেটাফেজ
৪. যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোম দেখা যায় মাইটোসিসের কোন পর্যায়ে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) অ্যানাফেজ
৫. প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম কী অবস্থায় থাকে?
ক) কুন্ডলিত
খ) প্যাঁচানো
গ) লম্বালম্বি
ঘ) আনুভূমিক
৬. নিচের কোন জীবে অ্যামাইটোসিস ঘটে?
ক) নস্টক
খ) আমগাছ
গ) বটগাছ
ঘ) মানুষ
৭. নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়?
ক) নিউক্লিয়াসের বিভাজন
খ) নিউক্লিওয়ালসের বিভাজন
গ) ক্রোমোজোম বিভাজন
ঘ) দেহকোষীয় বিভাজন
৮. প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে কোন বিভাজনের মাধ্যমে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
৯. মাইটোসিসের মাধ্যমে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা কত?
ক) দুটি
খ) তিনটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১০. প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম কতটি ক্রোমোটিড উৎপন্ন করে?
ক) তিনটি
খ) দুইটি
গ) চারটি
ঘ) পাঁচটি
১১. কোন ধরনের কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) সাইটোকাইনেসিস
১২. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত হয়ে যায় মাইটোসিসের কোন ধাপে?
ক) প্রোফেজ
খ) প্রো-মেটাফেজ
গ) মেটাফেজ
ঘ) এনাফেজ
১৩. নীলাভ সবুজ শৈবালে কোন কোষ বিভাজন ঘটে?
ক) মিয়োসিস
খ) মাইটোসিস
গ) অ্যামাইটোসিস
ঘ) কোনটি নয়
১৪. মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের –
ক) সমান
খ) দ্বিগুণ
গ) চারগুণ
ঘ) অর্ধেক
১৫. সেন্ট্রিওল থেকে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
ক) স্পিন্ডল
খ) ট্রাকশন
গ) অ্যাস্টার
ঘ) আকর্ষণ
১৬. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় কোন বিভাজনের ফলে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) মিয়োসিস
ঘ) দ্বিবিভাজন
১৭. জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
ক) অ্যামাইটোসিস
খ) মাইটোসিস
গ) অনিয়ন্ত্রিত মাইটোসিস
ঘ) মিয়োসিস
১৮. যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বানু মিলিত হয়ে কি তৈরি হয়?
ক) জীবদেহ
খ) জাইগোট
গ) কোষদেহ
ঘ) সজীব কোষ
১৯. অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কোষ বিভাজনের কোন ধাপের পরিসমাপ্তি ঘটে?
ক) প্রোফেজ
খ) মেটাফেজ
গ) অ্যানাফেজ
ঘ) টেলোফেজ
২০. নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় কোথায়?
ক) জননকোষে
খ) দেহকোষে
গ) স্নায়ুকোষে
ঘ) অপত্যকোষে
Leave a Reply