আন্তর্জাতিক ডেস্ক
ছবি- সংগৃহীত
রাস্তার ধারের নর্দমার পানিতে ভেসে বেড়াচ্ছে কুমির। আর এ নিয়েই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়। গত ২৬ জুলাই বন্যাকবলিত ভারতের মহারাষ্ট্র রত্নগিরির চিপলুনে রাস্তার ধারের একটি নর্দমা থেকে আট ফুট লম্বা ওই কুমিরটি উদ্ধার করা হয়। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই কুমিরের ছবি।
জানা গেছে, কুমিরটি নর্দমায় ভেসে বেড়াতে দেখে স্থানীয়রা বন অধিদপ্তরকে খবর দেন। এরপর বন অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে কুমিরটি উদ্ধার করেন।
এ ঘটনায় মহারাষ্ট্রের বন বিভাগের কর্মকর্তা ভি কে সার্ভে জানিয়েছেন, চলতি মৌসুমে মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয় নদীর পানি উপচে লোকালয়ে চলে এসেছে। আর ওই নদীর পানি ধরেই লোকালয়ে ঢুকছে কুমির। কুমিরটি উদ্ধার করে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্ষার সময় লোকালয়ে সরীসৃপ ঢুকে পড়াটা নতুন কোনো ঘটনা নয়। আমরা এ সময় লোকালয় থেকে প্রচুর সরীসৃপ উদ্ধার করি।
তবে বন অধিদপ্তরের কর্মকর্তারা এ ধরনের ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করলেও মহারাষ্ট্রজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
Leave a Reply