নারায়নগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে বোতলের আঘাতে এক চালককে হত্যা করেছে ব্যবসায়ী। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম তোফাজ্জল হোসেন তপু। তিনি খানপুর বৌ বাজার এলাকার সোলেমান চৌকিদারের ছেলে। তপু জামাল সোপ কোম্পানির গাড়ির চালক ছিলেন। আটক ব্যক্তির নাম শাহজাহান।
খানপুর হাসপাতালের চিকিৎসক অমিত রায় জানান, তপু নামের ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, দুপুরে কোকা কোলা বহন করে বালুরমাঠ এলাকায় সরবরাহ করতে যায় তপু। এ সময় রড ব্যবসায়ী সুমন তপুর কাছে কোক খেতে চায়। তপু কোক ছুড়ে দিলে সেটি ব্যবসায়ীর গায়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে ওই কোকা কোলার বোতল দিয়ে তপুকে পেটান ব্যবসায়ী। এতে ঘটনাস্থলেই তপু মারা গেলে সুমন পালিয়ে যায়। এরপর মরদেহ উদ্ধার করে শহরের খানপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় শাহজাহান নামের একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply