নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে দেশের তরুণ ব্যবসায়িক গোষ্ঠি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সেই সঙ্গে বৃটিশ সংস্থাগুলোর বাংলাদেশে আরো বিনিয়োগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার বৃটিশ হাইকমিশনে বৃটিশ বিজনেস গ্রুপ আয়োজিত এক চা চক্রে এ সব কথা বলেন অর্থমন্ত্রী। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।
বৈঠকে সভাপতিত্ব করেন বিবিজির চেয়ারম্যান ফ্রাঙ্কোয় ডি মেরিকোর্ট এবং বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ কৌশলগতভাবে চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে অবস্থান করছে। তিনি বলেন যে, দেশকে এগিয়ে যাওয়ার জন্য এফডিআইয়ের (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) প্রয়োজন।
আ হ ম মোস্তফা কামাল আরো বলেন, যুক্তরাজ্যের সংস্থাগুলোর উচিত বাংলাদেশে বিনিয়োগ করা এবং তরুণ ও বর্ধমান জনসংখ্যার জন্য সুযোগ সৃষ্টি করে ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার করা।
বিবিজির (ব্রিটিশ বিজনেস গ্রুপ) চেয়ারম্যান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট বলেন, যুক্তরাজ্যের বৃহত্তম বিনিয়োগকারী সংস্থাগুলো বাংলাদেশে বিনিয়োগ করছে এবং তারা দেশের প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহযোগিতা করছে।
তিনি উল্লেখ করেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, এইচএসবিসি এই বছর ৮.১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং একাত্তরে দেশটির জন্মের পর থেকেই কিছু বৃটিশ সংস্থা এখানে কাজ করছে।
Leave a Reply