জাককানইবি প্রতিনিধি
শোকের মাস আগষ্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ।
বৃহস্পতিবার প্রথম প্রহরেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয় । কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান রাকিব বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজিবনী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান ।
এসময় তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বঙ্গবন্ধু স্বাধীন দেশে নিয়ে এসে দেশের জাতীয় কবির মর্যাদা দেন। সুতরাং সেই জাতীয় কবির নামে বিশ্ববিদ্যালয়ে‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী’’না থাকাটা বেমানান ।
অতি দ্রুত “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী” বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের একাডেমিক কোর্স করার দাবি জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার মো: জালাল উদ্দিন, মো: নজরুল ইসলাম প্রক্টর (ভারপ্রাপ্ত), সোহেল রানা পরিচালক অর্থ ও হিসাব, সঞ্জয় মুর্খাজী, সহকারী প্রক্টর, প্রভোষ্ট অগ্নিবীণা হল সিদ্ধার্থ দেসহ ছাত্রলীগের অন্যান্য নেতারা ।
Leave a Reply