যুগ-যুগান্তর ডেস্ক :
ছবি: সংগৃহীত
আফ্রিকার দেশ মাদাগাস্কারে চলন্ত বিমান থেকে পড়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মারা গেছেন। ১৯ বছর বয়সী ওই ব্রিটিশ ছাত্রীর নাম অ্যালানা কুটল্যান্ড। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্র দফতর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।
পত্রিকাটি জানায়, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি হালকা বিমানে করে গবেষণার কাজে মাদাগাস্কারের প্রত্যন্ত এলাকা আঞ্জাজাভিতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন অ্যালানা কুটল্যান্ড। তবে তিনি কীভাবে বিমান থেকে পড়ে যান সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
জুলাই মাসের গোড়ার দিকে গবেষণার কাজে উত্তর পশ্চিম আফ্রিকার দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কার গিয়েছিলেন ইংল্যান্ডের বার্কিহ্যাম শহরের বাসিন্দা অ্যালানা কুটল্যান্ড।
মেয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়েছে তার পরিবার। এক বিবিৃতিতে তার বাবা-মা জানায়, ‘আমাদের মেয়ে খুবই মেধাবী ও আত্মনির্ভরশীল একজন তরুণী ছিল। সে তার পরিবার ও বন্ধুদের খুব ভালোবাসতো এবং সবসময় তাদের সমর্থন করতো। নানা ধরনের লোকজনের সঙ্গে তার চেনাজানা ছিলো। আমরা আমাদের দারুণ মেয়েটাকে হারিয়ে গভীরভাবে মর্মাহত। সে তার পরিচিত সবাইকে খুশি করার চেষ্টা করতো।’
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply