চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াছিন আরাফাত নামের দুই বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই বাড়ির মাঈন উদ্দিনের ছোট ছেলে।
শিশুর বাবা জানায়, ইয়াছিন আরাফাত এ দিন বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে প্রায় একঘণ্টা পর মরদেহ বাড়ির পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এ দিন রাতেই পারিবারিক গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বিষয়টি জেনেছি।
Leave a Reply