মোরেলগঞ্জ প্রতিনিধি:
প্রতীকী ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘের থেকে ফরিদ হাওলাদার(২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনেরা।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের কুদ্দুস মেম্বারের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘের মালিক বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুল কুদ্দুস বলেন, পশ্চিম বহরবুনিয়া গ্রামের কৃষক আনোয়ার হাওলাদারের ছেলে ফরিদের মৃগি রোগ ছিল। সন্ধ্যার পরে আমার ঘেরে তার মরদেহ পাওয়া যায়। এক সন্তানের পিতা ফরিদ ঘের ব্যবসা করতেন বলে জানা গেছে।
এসম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ফরিদ নামে এক যুবক মৃগি রোগে আক্রান্ত হয়ে ঘেরের মধ্যে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।
Leave a Reply