নিজস্ব প্রতিবেদক:
ছবি : সংগৃহীত
‘সাংবাদিকতায় পেশাগত সুরক্ষা: বর্তমান প্রেক্ষাপট’- শিরোনামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেমিনার অনুষ্ঠিত হবে আগামী রোববার। বিভাগের নবীনব্যাচকে বরণ উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হচ্ছে।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. বেলাল হুসাইনের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে দৈনিক আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময় ও আওয়ার টাইমসের চীফ এডিটর নাইমুল ইসলাম খান উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
নবীনবরণের এ আয়োজনকে দুপর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে সেমিনারের পর দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।
Leave a Reply