ময়মনসিংহপ্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ফিজিয়াম জাতের একটি গরুর দাম উঠেছে আট লাখ টাকা। তিন বছর তিন মাস বয়সী গরুটির ওজন ২৫ মণেরও বেশি।
এ উপজেলায় ওজন ও মূল্যের দিক থেকে এটিই প্রথম বলে দাবি খামার মালিকের।
ত্রিশাল পৌর শহরের নওধার এলাকায় ‘জুবেদা ডেইরি ফার্মে’ গিয়ে গরুটির দেখা মেলে। ওই ফার্মের কয়েকটি গরুর মধ্যে এটিই বড়।
ফার্মের মালিক আনিছুজ্জামান কাজল জানান, ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য প্রায় সাড়ে তিন বছর সাধনা করে সম্রাটকে গড়ে তুলেছি। প্রতিদিন ভুসি, কলা, খড় আর পানিই ছিল তার খাবার। এর মধ্যে মোটাজাতকরণে অন্য কোনো কেমিক্যাল বা ইজকেশন পুশ করা হয়নি।
তিনি আরো বলেন, নিজের মতো করে তাকে গড়ে তোলা হয়েছে। সম্রাট নাম রেখেছি তার। সম্রাট বলে ডাকলেই সে সাড়া দেয়। ১০ লাখ টাকা দামের আশায় এখনো রেখেছি, ভাগ্যে কি আছে আল্লাহই ভালো জানেন।
তিনি আরো বলেন, এমন গরুর ক্রেতা আমাদের ও আশ-পাশের এলাকায় একেবারেই কম। এছাড়া প্রতিমাসে এ গরুটির পেছনে খাবার ও ওষুধ বাবদ খরচ হয়ে থাকে ১৫ থেকে ২০ হাজার টাকা।
Leave a Reply