ফেনী প্রতিনিধি :
ফেনীতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দায়িত্ব নিলেন ফেনী- ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। শুক্রবার বিকেলে শহরের বেস্ট ইন হোটেলের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
এজন্য তিনি ফেনী জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক দেখভালের জন্য জেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে দায়িত্ব দিয়েছেন। এছাড়া হাসপাতালের রোগীদের জন্য ২০০ মশারি দেয়ারও ঘোষণা দেন। হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনা করে ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে থাকার ব্যবস্থা করার কথা জানিয়েছেন এই এমপি।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক একে শহীদ খোন্দকার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার ও নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মিলন ও মো. আলমগীর, দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আফসার আপন, ফেনী পৌরসভার কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না ও কোহিনুর আলম, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, ফেকসুর ভিপি তোফায়েল আহমেদ তপু, জিএস রবিউল হক ভূঞা রবিন প্রমুখ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে সাংবাদিকরা আমাকে অনেক সহযোগিতা করেছে। সবার সহযোগিতায় মডেল ফেনী গড়তে চাই। ফেনী আমাদের সবার, তাই ফেনী জেলার স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফেনীর কয়েকজন সাংবাদিকের নামে মামলার চার্জশিট বিষয়ে নিজাম হাজারী বলেন, অতীতে আমার বিরুদ্ধেও অনেক মামলা হয়েছে। মামলা যেহেতু হয়েছে আইনগতভাবে মোকাবিলা করতে হবে। তদন্তে সত্য বের হয়ে আসবে। মামলা সংক্রান্ত বিষয়ে কোনো সহযোগিতা লাগলে আমি করবো।
Leave a Reply