নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাজারীবাগের গণকটুলীতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- চা দোকানি জয়নাল আবেদীন (৬২), তার ছেলে শহীদ (৩৮) এবং ওই দোকানের কর্মচারী সজীব (২৩)।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রহমান খান আহত জয়নালের বরাত দিয়ে বলেন, দুপুরে দোকানের চুলায় আগুন ধরানোর সময় গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন লাগে। এতে দোকানে থাকা তিনজনই দগ্ধ হন। আশপাশের লোকজন আগুন নিভিয়ে তিনজনকে ঢামেকে পাঠান।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, জয়নাল আবেদীন ও সজীবের শরীরের ১০ শতাংশ আর শহীদের শরীর ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।
Leave a Reply