পাবনা প্রতিনিধি :
পাবনায় বিভিন্ন দুর্ঘটনায় নিহত মোটর শ্রমিকদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। এ সময় আহত শ্রমিকদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
শুক্রবার বিকেলে কবি বন্দে আলী মিয়া বাস টার্মিনালে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন, লাইন সম্পাদক আলাল হোসেন, শ্রমিক নেতা শেখ রনি, মাওলানা শামসুল ইসরাম, আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন, পাবনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, মেহেদি হাসান পুটিং, আফতাব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা দিনরাত পরিশ্রম করেন। কিন্তু দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে কেউ খোঁজ নিতে আসে না, সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। তাদের পরিবারের দুরবস্থা দেখতে কেউ আসে না।
Leave a Reply