যশোরের মণিরামপুরে ডাকাতি মামলার আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এসআই খান আব্দুর রহমান ও এএসআই জুবায়ের হোসেন তাদের গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলেন- আলতাফ হোসেন উপজেলার দক্ষিণ শ্যামকুড় গ্রামের খোদাবক্সের ছেলে ও জিয়াউর রহমান ওই গ্রামের আজহার আলীর ছেলে।
এএসআই জুবায়ের হোসেন বলেন, মণিরামপুরের কেশবপুর থানায় আলতাফের নামে একটি ডাকাতি মামলা রয়েছে। তাকে ওই মামলার জেরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে জিয়াকে নাশকতার মামলায় তিন থেকে চারটি ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply