যশোর প্রতিনিধি
ফাইল ছবি
যশোরের চৌগাছায় কবরস্থানের একটি কড়ই গাছ থেকে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে হিজলি গ্রামের ভিটের মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বরুপদহ ইউপির সংরক্ষিত নারী সদস্য ও হিজলী গ্রামের বাসিন্দা সফুরা বেগম জানান, সকালে হাঁটতে বের হন তিনি। খবর পেয়ে ভিটের মাঠে গওহর আলীর পারিবারিক কবরস্থানের কড়ই গাছে যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরনে একটি ধূসর গেঞ্জি উল্টা করে ও একটি লালচে রঙের ট্রাউজার ছিল। এছাড়া মরদেহ থেকে প্রায় ৬০ মিটার দূরের পাটক্ষেতে দুটি ছেঁড়া প্লাস্টিকের জুতা দেখেছেন।
চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহে কোনো দাগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
Leave a Reply