নিজস্ব প্রতিবেদক
ছবি- সংগৃহীত
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক মাসে মারা গেছেন ১১ জন। গত আট মাসে ডেঙ্গু রোগে ঢামেকে ভর্তি হয় ২ হাজার ৭৯৪ জন, চিকিৎসা নেয় ২ হাজার ৯০ জন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৭০৪ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ঢামেক কর্তৃপক্ষের প্রকাশিত তালিকায় এ তথ্য পাওয়া যায়।
সেখানে দেখা যায়, জানুয়ারি মাসে ডেঙ্গু রোগে তিন জন ভর্তি হয়ে সফল চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। ফেব্রুয়ারির কোটা শূন্যে। মার্চে চারজন, এপ্রিলে তিনজন ও মে মাসে আটজন ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তবে জুন ও জুলাই মাসে এ রোগ প্রকট আকার ধারণ করেছে। জুনে ভর্তি হন ১৩৫ জন। এর মধ্যে একজন মারা যান। এদিকে শুধু জুলাইয়ে ভর্তি হন ২ হাজার ৪৬৪ জন, চিকিৎসা শেষে ফেরেন ১ হাজার ৯০৯ জন, এর মধ্যে মারা যান ১০ জন। আর আগস্টে ভর্তি হন ১৭৭ জন, চিকিৎসা শেষে ফেরেন ২৯ জন, চিকিৎসাধীন রয়েছে ১৪৮ জন।
Leave a Reply