ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী রক্তদানের অঙ্গীকার করেছেন। শনিবার দুপুরে রক্তদানের সংগঠন ‘আত্মীয়’র আয়োজিত সভায় শিক্ষার্থীরা এ অঙ্গীকার করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক সমীর চক্রবর্তী জানান, ‘রক্তদানে জাগুক প্রাণ’ স্লোগানে এগিয়ে যাচ্ছি। এ সংগঠনের মাধ্যমে এখনো প্রায় এক হাজারের অধিক মানুষকে রক্তদান করা হয়েছে। আমাদের লক্ষ্য এক লাখ মানুষকে আত্মীয়র বন্ধনে আবদ্ধ করা।
তিনি আরো বলেন, ডেঙ্গু কঠিন আকার ধারণ করছে। তাই ‘আত্মীয়’ সব সময় রক্তদানে প্রস্তুত। ১৮ থেকে ৪৫ বয়স পর্যন্ত সুস্থ সবল ব্যক্তি তিন মাস পরপর রক্তদান করতে পারে।
কলেজের অধ্যক্ষ হরিলাল দেবনাথের সভাপতিত্বে সভায় অংশ নেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ, কলেজের উপাধ্যক্ষ আসমা বানু, প্রেস ক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলাম।
পরে সংগীত শিল্পী নবনীতা রায় বর্মণ ও পৌর কলেজের সাংস্কৃতিক টিম সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করেন পৌর ডিগ্রি কলেজের প্রফেসর মো. মনির হোসেন।
Leave a Reply