নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো
চাকরিপ্রত্যাশীদের জন্য আসছে আরো একটি বিসিএস। এটি হবে ৪১তম বিসিএস। এই বিসিএসে নেয়া হবে ২ হাজার ১৩৫ জন। ভাবছেন অনেক সময় বাকি তাহলে ভুল করবেন। তুমুল প্রতিযোগিতামূলক এবং স্বপ্নের এই বিসিএসে টিকতে হলে এখন থেকেই নিন জোর প্রস্তুতি।
৪০তম বিসিএসের প্রস্তুতির জন্য আমরা প্রায় ১০০টি মডেল টেস্ট দিয়েছিলাম। সেসব থেকে অনেকে উপকৃত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় যারা ৪১তম বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করি উপকৃত হবেন।
বাংলা
১. ’পুরষ্কার-বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার’ –বাক্যটিতে ষ/স ব্যবহারে
ক.প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
খ.প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
গ.দুটোই অশুদ্ধ
ঘ.দুটোই শুদ্ধ
২. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. মনীষী খ. মনিষি গ. মনীষি ঘ. মনিষী
৩. কোন বাক্যটি শুদ্ধ?
ক. দৈন্য়তা সর্বদা মহত্বের পরিচায়ক নয়
খ.দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়
গ.দৈন্যতা সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
ঘ.দৈন্য সর্বদা মহত্ত্বের পরিচায়ক নয়
৪. ’Consumer goods’ এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ক. ভোক্তার কল্যাণ খ. ভোগ্যপণ্য
গ. ক্রয়কৃত পণ্য ঘ. ক্রেতার গুণাগুণ
৫. ’জল’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক.সলিল খ.উদক গ.জলধি ঘ.নীর
৬. কোন শব্দজোড়া বিপরীতার্থক নয়?
ক. অনুলোম-প্রতিলোম খ. নশ্বর-শাশ্বত
গ. গরিষ্ঠ-লঘিষ্ঠ ঘ. হৃষ্ট-পুষ্ট
৭. ’পরশ’ শব্দটির অর্থ কী?
ক. পরশু খ. পরের ধন গ. কোকিল ঘ. পার্শ্ববর্তী
৮. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
ক. ৭টি খ. ৯টি গ. ১১টি ঘ. ১৩টি
৯. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে?
ক. সমাস দ্বারা খ. লিঙ্গ পরিবর্তন দ্বারা
গ. উপসর্গ যোগে ঘ. উপরোক্ত সব উপায়েই হয়
১০. ’লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
ক.নোনতা খ. লবণাক্ত গ. লাবণ্য ঘ. ললিত
১১. কোনটি বাক্যর বৈশিষ্ট্য নয়?
ক. যোগ্যতা খ. আকাঙ্ক্ষা গ. আসক্তি ঘ. আসত্তি
১২. নিচের কোনটি প্রত্যয়সাধিত?
ক. প্রলয় খ. খণ্ডিত গ. নিঃশ্বাস ঘ. অনুপম
১৩.দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দ্বীপ+আয়ন খ. দ্বীপ+অয়ন
গ. দ্বিপ+অনট ঘ. দ্বীপ+অনট
১৪. ’জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
ক. দ্বিগু খ. কর্মধারয় গ. দ্বন্দ্ব ঘ. বহুব্রীহি
১৫. নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়?
ক. প্রাতিপদিক খ. অভিশ্রুতি
গ. অপিনিহিত ঘ. ধ্বনি-বিপর্য়য়
১৬. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা খ. শবরপা গ. ভুসুকুপা ঘ. কাহ্নপা
১৭. ’হপ্তপয়কর’ কার রচনা?
ক. সৈয়দ আলাওল খ. জৈনদ্দিন
গ. দীনবন্ধু মিত্র ঘ. অমিয় দেব
১৮. মঙ্গলকাব্যের কবি নন কে?
ক. কানাহরি দত্ত খ. মানিক দত্ত
গ. ভারতচন্দ্র ঘ. দাশু রায়
১৯. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন?
ক. জন ক্লার্ক মার্শম্যান খ. জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
গ. উলিয়াম কেরি ঘ. ডেভিড হেয়ার
২০. কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী?
ক. স্মৃতি কথামালা খ. আত্মচরিত
গ. আত্মকথা ঘ. আমার কথা
উত্তর: ১.গ ২.ক ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ক ৯.খ ১০.খ ১১.গ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.ঘ
Leave a Reply