গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, পঁচা মিষ্টি ও দই রাখায় দায়ে দোকানের মালিককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন এ সাজা দেন।
ভ্রাম্যমাণ আদালত শহরের সাতক্ষীরা মিষ্টির দোকানে অভিযান চালান। এ সময় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, পঁচা মিষ্টি ও দই রাখার দায়ে এক লাখ টাকা জরিমানা ও দোকান মালিক সুকুমার ঘোষকে তিন মাসের কারাদণ্ড দেন।
পরে পঁচা মিষ্টি ও দই ধ্বংস করা হয়। তিন মাস আগে ভ্রাম্যমাণ আদালত এই দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছিল।
Leave a Reply