জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে শুক্রবার রাতে এক বন্ধুকে হত্যাচেষ্টায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন, উপজেলার বাঘাডোবা গ্রামের কবির হোসেন, কামরুল হাসান, স্বপন।
মেলান্দহ থানার ওসি রেজাউল করিম বলেন, আর্থিক লেনদেন নিয়ে গ্রেফতার তিনজনের সঙ্গে মনোমালিন্য চলছিলো ভুক্তভোগী রাজুর। এরই জেরে রাজুকে হত্যার পরিকল্পনা করে তারা। পরিকল্পনা অনুযায়ী রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় রাজু দৌড়ে মালঞ্চ-মেলান্দহ সড়কে ওঠে। ওসি রেজাউল আরো বলেন, স্থানীয়রা রাজুকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়। এ ঘটনায় রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply