নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাঙালিদের ঐতিহ্য একমাত্র আমরাই ধরে রেখেছি।
রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশ্ব ৩০ কোটির মতো বাঙালি রয়েছে। বাঙালিদের জন্য একমাত্র স্বাধীন সর্বোভৌম দেশ হচ্ছে বাংলাদেশ। আমরাই একমাত্র দেশ যারা বাঙালিদের ঐতিহ্য ধরে রেখেছি।’ তিনি বলেন, ‘বাঙালিদের জন্য বঙ্গবন্ধুর যে অবদান সেটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না। তিনি যদি না থাকতেন তাহলে হয়তো আজ আমরা বাংলায় কথা বলতে পারতাম না। স্বাধীনভাবে বেঁচে থাকতে পারতাম না।’
Leave a Reply