দিনাজপুর প্রতিনিধি:
‘আওয়ামী লীগ ব্যস্ত ডেঙ্গু প্রতিরোধে আর বিএনপি-জামায়াত গুজবে’ মন্তব্য করে মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, যে সময় মানুষ ডেঙ্গু আতঙ্কে আতঙ্কিত। ঠিক সেই মুহূর্তে পদ্মা সেতুতে মাথা লাগবে এই মিথ্যাচার সৃষ্টি করে বিএনপি-জামায়াত দেশে অশান্তি সৃষ্টির করার পায়তারা করছে। এই অপশক্তি থেকে সকলকে সচেতন থাকতে হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
সোমবার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে পূর্ব মল্লিকপুর শিক্ষা নগরি মাঠে শিক্ষার্থী এবং অভিভাবক সমাবেশে এমপি এসব কথা বলেন।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো আব্দুল মালেক সরকার, কাহারোল থানার ওসি মো. আইয়ুব আলী। ডেঙ্গু বিষয়ক আলোচকের বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিউল আযম।
অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক সিভিল সার্জন মো. আব্দুল করিম, পূর্ব মল্লিকপুর এইচ এস কলেজের অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, পূর্ব মল্লিকপুর মহিলা কলেজের অধ্যক্ষ বিকাশ চট্টপাধ্যায়সহ অভিভাবক ও প্রায় দুই হাজার শিক্ষার্থীবৃন্দ।
এদিকে, “এডিস মশা থেকে নিরাপদ থাকুন, ডেঙ্গু প্রতিরোধ করুন” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার আনোয়ারা নার্সিং কলেজ ও আনোয়ারা ম্যাটস দিনাজপুর শাখা আয়োজিত ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি, মাইকিং প্রচারণা, লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি’র নেতৃত্ব দেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. আব্দুস কুদ্দুছ ও আনোয়ারা ম্যাটস দিনাজপুর শাখার পরিচালক ডা. আ.স.ম মুশফিকুর রহমান।
Leave a Reply