সিদ্ধিরিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে গরু ভর্তি একটি ট্রাক জোরপূর্বক আটক করে অন্য হাটে নেওয়ার সময় ৩ গরু সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গরুর ব্যাপারী ইরান মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
গ্রেফতারকৃত আতিকুল ইসলাম (১৮), বাবুল (১৯) ও মিরাজ উদ্দিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ইসলাম ফারুক জানান, শনিবার রাতে ফরিদপুর থেকে ১৯টি গরু নিয়ে চট্রগ্রাম যাচ্ছিল গরুর বেপারী ইরান মিয়া। বেপারীদের বহনকৃত ট্রাকটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা অতিক্রমকালে ঢাকার মাতুয়াইল এলাকার একটি হাটের ৮/১০ জন গরু সন্ত্রাসী জোরপূর্বক ট্রাকটি আটক করে তাদের নির্ধারিত হাটে নিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ ৩ জনকে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply