সিলেট প্রতিনিধি :
সিলেটে র্যাবের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭৪৩টি ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার রাতে নগরীর আম্বরখানা এলাকার ডিঙ্গি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সিলেটের জকিগঞ্জের মাদারখাল গ্রামের আব্দুল নূরের ছেলে তোফায়েল আহমেদ ও বিমানবন্দর থানার খাক্কুয়ার পাড়ের আব্দুল খালেকের ছেলে। পরে সোমবার ভোরে কোতোয়ালি থানায় তাদের হস্তান্তর করে র্যাব।
র্যাবের অতিরিক্ত এসপি (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, রোববার রাতে আম্বরখানার ডিঙ্গি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তোফায়েলের কাছ থেকে ৬০৩টি এবং আমির হোসেনের কাছ থেকে ১৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।
Leave a Reply