নোয়াখালী প্রতিনিধি
সাত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং মামলায় নোয়াখালী জজ আদালতের নাজির মো. আলমগীরকে গ্রেফতার করেছে দুদক।
সোমবার সকালে মাইজদীর কৃষ্ণরামপুর থেকে তাকে গ্রেফতার করে জেলা জজ আদালতে পাঠানো হয়। দুপুরে আদালত থেকে জামিন পান তিনি।
দুদক নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বলেন, দুর্নীতির অভিযোগে মো. আলমগীরের বিরুদ্ধে ২০১৮ সালের ২৩ নভেম্বর থেকে তদন্ত শুরু করে দুদক। তদন্তে সাত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ব্যাংকে ২৭ কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়। সুবেল আহমেদ আরো বলেন, এসব অপকর্মে সহযোগিতা করেন তার স্ত্রী জুডিশিয়াল নাজির নাজমুন নাহার, বোন আফরোজা আক্তার, বন্ধু বিজন ভৌমিক। পরে চারজনকে আসামি করে দুটি মামলা করা হয়। সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আদালতের পিপি আবুল কাশেম বলেন, দুর্নীতির দুই মামলায় মো. আলমগীরকে জামিন দিয়েছেন জেলা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমেদ।
Leave a Reply