জামালপুর প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে ফাতেমা এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার ডাংধরা ইউপির গারোহারী সেতু থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিশখালী গ্রামের জালালের ছেলে হারুনুর রশিদ ও আ. মালেকের ছেলে আবুল কাশেম। সানন্দবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই পলাশ কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই হারুনুর রশিদের নেতৃত্বে গারোহারী সেতুতে ফাতেমা এন্টারপ্রাইজের একটি বাস থামানো হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে হারুনুর রশিদ ও আবুল কাশেমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ ইয়াবাসহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় হারুনুর আটক দুইজনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Leave a Reply