নিজস্ব প্রতিবেদক : আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এ সময় দেশে থাকা আত্মীয়-স্বজনদের জন্য বিদেশে থেকে টাকা পাঠানোর পরিমাণও বেশি থাকে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই মাসের তুলনায় চলতি অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ ২১.২০শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা এর পরিমাণ ১.৫৯ বিলিয়ন ডলার।
গত অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্সের প্রবাহ ছিল ১.৩২ বিলিয়ন ডলার।
বাংলাদেশি প্রবাসীরা বেশি পরিমাণে অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। চলতি বছরের জুনে রেমিট্যান্স প্রবাহ ছিল ১.৩৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, প্রবাসীরা কোরবানির সময় বাড়তি পরিমাণ অর্থ পাঠায়। তাই এ সময় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায়। সেইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপগুলোও রেমিট্যান্স বাড়াতে সহায়তা করছে।
Leave a Reply