যুগ-যুগান্তর ডেস্ক :
‘সন্ধ্যার পর লেখাপড়া ফাঁকি দিয়ে যেসব শিক্ষার্থী চায়ের দোকান অথবা পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি।’ পর্যন্ত ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে অভিযানকালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আরও বলেন, লেখাপড়া ফাঁকি দিয়ে আড্ডার ফলে যুবসমাজ যাতে ধ্বংসের পথে পা বাড়াতে না পারে সেদিকে খেয়াল রেখেই এই অভিযান অব্যাহত থাকবে।
ঝালকাঠি মিনি পার্ক, ডিসি পার্ক, গাবখান সেতু, ইকো পার্ক ও চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় ২৬ জন তরুণ-তরুণীকে আটক করে পুলিশ সুপার। পরে তাদের কাছ থেকে অভিভাবকের ফোন নম্বর নিয়ে তাদের কল করে আটকের বিষয়টি জানান।
পরে অভিভাবকরা থানায় গিয়ে সন্ধ্যার পর সন্তানদের বাসার বাইরে রাখবে না এমন মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঝালকাঠিতে সন্ধ্যার পর লেখাপড়া বাদ দিয়ে যত্রতত্র ঘোরাফেরা, চায়ের দোকান এবং পার্কে আড্ডারত শিক্ষার্থীদের ঘরমুখী করতে পুলিশ সুপার এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শোয়াইব, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন।
Leave a Reply