ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ধর্মপুর আজাদী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬৪টি পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের জাহানপুর গ্রামের মৃত মো. সোলাইমানের ছেলে জাহেদুল আলম রুবেল (২৯) ও ধর্মপুর ইউনিয়নের শুক্কুর মোহাম্মদ বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে আহসান উল্লাহ বাবু (৩০)।
এছাড়া জাফতনগর ইউপির মোহাম্মদ তকিরহাট বাজারের মো. নুর উদ্দিন নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। নুর উদ্দিনের শরীর তল্লাশি করে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত নুর উদ্দিন জাফতনগর ইউপির আমির আলী সওদাগর বাড়ি মৃত খায়রুল আহাম্মদের ছেলে।
ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
Leave a Reply