পটিয়া প্রতিনিধ:
চট্টগ্রামের পটিয়া উপজেলার গ্যাসের সিলিন্ডারের আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবাররাত সাড়ে ৮টার সময় কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ মেহেরাটি গ্রামের আন্নার তালুকদারের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আগুন দেখে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ২টি সেমিপাকা ঘর, বেড়ার ঘর ১টি, ২টি মাটির ঘরও পুড়ে গেছে। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ছাবের আহম্মদ জানান, গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুনে যাদের বসতঘর পুড়েছে তারা হলেন- ইউনুচ, মো. লিয়াকত, মো. আরিফ, আব্দুস শুক্কর, নুর মোহাম্মদ।
Leave a Reply