নড়াইলপ্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় শিশু শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঐ শিশুর বাবা-মা লোহাগড়া হাসপাতালে নিয়ে আসেন। মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
শিশুর মা অভিযোগ করেন, তার মেয়েকে মঙ্গলবার দুপুরে পাঁচুড়িয়া গ্রামের মোবারেক শেখের ছেলে চটপটি বিক্রেতা আকরাম শেখ কিছু খাবারসহ ১০ টাকা হাতে দিয়ে ফুসলিয়ে পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগানে ধর্ষণ করে। ওই শিশুর মা বাড়ি-বাড়ি কাজ করেন আর বাবা ভ্যান চালান। পরের বাড়িতে কাজ করবার জন্যে চলে যাওয়ায় বাড়িতে ছিলেন না শিশুর মা। বাড়িতে এসে ওই শিশু তার ছোট বোনকে ঘটনার কথা জানালে সে তার ফুপু রহিমাকে ঘটনা বলে দেয়। বিকেলে শিশুটি কিছুটা অসুস্থ হয়ে পড়লে রহিমার কাছ থেকেই শিশুর মা ও বাবা বিষয়টি প্রথম জানতে পারে। এসময় শিশুটিও তার বাবা মাকে ঘটনা খুলে বলে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে শিশুটিকে আনে তার বাবা-মা। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রিপন কুমার ঘোষ বলেন, শিশুটির গোপন অঙ্গে ক্ষত আছে। উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করেছি। ঐ শিশুর মা আরো জানান, লম্পট আকরাম মাঝে মাঝে আমার মেয়েকে ফ্রি চটপটি খাওয়াতো। টাকাও দিত। আমি ঘটনার সঠিক বিচার চাই।
লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, অভিযোগ এলে ব্যবস্থা
Leave a Reply