মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও র্যালি হয়েছে।
বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে মুরাদনগর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর শেষ হয়।
র্যালি শেষে উপজেলার অভ্যন্তরে বিভিন্ন স্থানে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ স্প্রে করেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর ও ইউএনও অভিষেক দাস।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী নুর বশির, উপজলো পিআইও আব্দুল হাই, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন আওয়াল, ১৫নং নবীপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী শাহ আলম, ইউপি সদস্য এমদাদুল হক লিল মিয়া প্রমুখ।
Leave a Reply