নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি, সঙ্গে রাখা ও সেবনের অভিযোগে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।আটককৃতদের কাছ থেকে ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের কাছ থেকে ১ হাজার ২৭ ইয়াবা, ৪১৪ গ্রাম ৩০০ পুরিয়া হেরোইন, ৪৩৮ গ্রাম গাঁজা, ৫০ লিটার দেশি মদ, ১৩০ ক্যান বিয়ার ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা করা হয়েছে
Leave a Reply