জাবেদুর রহমানঃ পাঞ্জারাই জি,কে ওয়াই আই দাখিল মাদ্রাসায় দাখিল পরিক্ষায় শতভাগ ফলাফল অর্জন করায় গুমগুমিয়া ছাত্র কল্যাণ সংস্থার মাধ্যমে বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
আজ গুমগুমিয়া ছাত্র কল্যাণ সংস্থার উদ্দ্যেগে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডে অবস্থিত পাঞ্জারাই,গুমগুমিয়া, করগাঁও ইউসুফিয়া ইত্তেফাকিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরিক্ষায় শতভাগ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরুষ্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। উক্ত মাদ্রাসার সুপার এবি,এম মুখলিছুর রহমানের সভাপতিত্বে, শিক্ষক মাজহারুল ইসলাম ও মমসাদ মিয়া’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় কোরআন তেলাওয়াত ও ইসলামিক সংগীত পরিবেশন করার মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন উক্ত মাদ্রাসার বর্তমান ছাত্র সাব্বির হোসেন সবুজ ও ইসলামিক সংগীত পরিবেশন করেন উক্ত মাদ্রাসার বর্তমান ছাত্রী রহিমা বেগম।
গুমগুমিয়া ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি শাহেদুর রহমান শিপন বিজয়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, ভালোভাবে লেখাপড়া করতে হবে যাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজের স্থান নিয়োজিত করতে পারো। পাশাপাশি, জাবেদুর রহমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি ইংরেজি ভাষা ও কম্পিউটার জানা খুবই প্রয়োজন। আজকাল ইংরেজি ভাষা শিখা ছাড়া ভালো চাকরি পাওয়া ও অসম্ভব। তাই প্রত্যেককে ইংরেজি ও কম্পিউটার শিখার জন্য উৎসাহিত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতির সামনে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুল মালিক, ম্যানেজিং কমিটির সদস্য মাহমুদ মিয়া,শাহজালাল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিক আসাদুর রহমান, নবীগঞ্জ সরকারি কলেজের ছাত্র সুলতান আহমেদ তারেক ও বিজয়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বাবুল মিয়া।
সমাপনী বক্তব্যের পূর্বে শতভাগ ফলাফল অর্জনকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি, তিন মৌজার মানুষদের ভালো ফলাফল উপহার দেওয়ার জন্য সকল শিক্ষিক/শিক্ষিকাবৃন্দদের কে সম্মাননা স্মারক হাতে তুলে দেয় গুমগুমিয়া ছাত্র কল্যাণ সংস্থার সদস্যবৃন্দরা। তাছাড়া অত্র মাদ্রাসার সভাপতি উপস্থিত না থাকায়, সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় ম্যানেজিং কমিটির হাতে।
সমাপনী বক্তব্য প্রদানকালে, অত্র মাদ্রাসার সুপার ও অনুষ্ঠানের সভাপতি এবি,এম মুখলিছুর রহমান বলেন, শিক্ষিকদের প্রচেষ্টার কারণেই শতভাগ ফলাফল আসা সম্ভব হয়েছে।
তাছাড়া,আরো উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মোঃ লকুজ মিয়া, অত্র মাদ্রাসার শিক্ষিক মাওলানা মতিউর রহমান,ক্বারী বাহাদুর আলী, আব্দুল আলী, আব্দুল করিম, আলাওর রহমান ও হালিমা বেগম, আকলিমা বেগম ও দিলারা বেগম প্রমুখ।
Leave a Reply