সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ডের নুনাছড়া এলাকায় এনা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চমেকে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- ময়মনসিংহ জেলার ফুল বাড়িয়া এলাকার মো. নাঈম উদ্দিন (১৫), টাঙ্গাইল জেলার আবু জাফরের ছেলে মো. সুলতান মাহমুদ (৩২), একই জেলার ইদিরাম বিশ্বাসের ছেলে বিধান কুমার বিশ্বাস (৩০), কুষ্টিয়া জেলার সদর এলাকার আপিল উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪৫) একই জেলার মৃত কলিম উদ্দিনের ছেলে সেলিম রেজা (৫০)। এদের মধ্যে নাঈম ও সুলতানের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া নামক এলাকা অতিক্রম করছিল। এ সময় সড়কে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে একটি পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলে শিশুসহ কমপক্ষে ২০জন আহত হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরীফুল ইসলাম বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে নিয়ে আসি। কর্তব্যরত ডাক্তার আহতদের মধ্যে মো. নাঈম ও মো. সুলতানকে আশংকাজনক অবস্থায় চমেকে পাঠিয়ে দেন।
Leave a Reply