ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন গঙ্গাসাগর এলাকার ব্রাহ্মণপাড়ার শিরু মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম, নয়নপুর (কান্দারপাড়) এলাকার মিয়া চাঁনের ছেলে রুহুল আমিন।
বৃহস্পতিবার সকালে একটি প্রেস রিলিজে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অতিরিক্ত এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, আমি এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার নয়নপুর বাজারে অভিযান করে তাদের আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে চার হাজার পাঁচশটি ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply