নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো
চাকরিপ্রত্যাশীদের জন্য আসছে আরো একটি বিসিএস। এটি হবে ৪১তম বিসিএস। এতে নেয়া হবে ২ হাজার ১৩৫ জন। ভাবছেন অনেক সময় বাকি তাহলে ভুল করবেন। তুমুল প্রতিযোগিতামূলক এবং স্বপ্নের এই বিসিএসে টিকতে হলে এখন থেকেই নিন জোর প্রস্তুতি।
৪০তম বিসিএসের প্রস্তুতির জন্য আমরা প্রায় ১০০টি মডেল টেস্ট দিয়েছিলাম। সেসব থেকে অনেকে উপকৃত হয়েছেন বলে আমাদের জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় যারা ৪১তম বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের প্রস্তুতির সুবিধার্থে আমাদের এই ধারাবাহিক আয়োজন। আশা করি উপকৃত হবেন।
৪১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: মডেল টেস্ট-৩৮
১. রাজেন্দ্রপুর সেনা নিবাসে অবস্থিত স্মৃতিস্তম্ভ এর নাম কি?
ক. বিজয় স্তম্ভ খ. বিজয় কেতন
গ. স্বাধীনতা সোপান ঘ. রক্ত সোপান
২. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. ঢাকা
গ. চট্টগ্রাম ঘ. খুলনা
৩. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব বেবির মা হন?
ক. পারভিন ফাতেমা খ. ফিরোজা বেগম
গ. রওশন জাহান ঘ. কানিজ ফাতেমা
৪. বাংলাদেশে ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
ক. দিনাজপুর খ. গোপালপুর
গ. পাকশী ঘ. ঈশ্বরদী
৫. স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধি লাভ করে কতজন?
ক. ৭জন খ. ৬৮জন গ. ১৭৫জন ঘ. ৪২৬জন
৬. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৬তম খ. ১৩৭তম গ. ১৩৮তম ঘ. ১৩৯তম
৭. কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতি কে?
ক. তানভীর কবীর খ. হামিদুর রহমান
গ. হামিদুজ্জামান ঘ. অঙ্কার বাদল
৮. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে?
ক. বি এ সিদ্দিকী খ. খাজা ওয়াসউদ্দিন
গ. হুমায়ন রশিদ চৌধুরী ঘ. শমসের মবিন চৌধুরি
৯. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কত জন মহিলা কে বীর প্রতীক উপাধি ঘোষিত করা হয়?
ক. ৫জন খ. ৭ জন গ. ২ জন ঘ. ৬ জন
১০. কর্মসংস্থান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯৫ খ. ১৯৯৬ গ. ১৯৯৮ ঘ. ২০০১
১১. লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ কত তম স্থানে?
ক. ৫ম খ. ৭ম গ. ৮ম ঘ. ১০ম
১২. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪
১৩. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?
ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৫ ঘ. ১৯৯৭
১৪. শিক্ষা বিভাগে ট্রেনিং এ শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ক. বিয়াম খ. নায়েম গ. টিটিসি ঘ. ইউজিসি
১৫. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে?
ক. হামিদুজ্জামান খ. নিতুন কুন্ডু
গ. মৃণাল হক ঘ. শামিম শিকদার
১৬. সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে?
ক. শেখ নিয়ামত শাকের খ. জহির রায়হান
গ. সুভাষ দত্ত ঘ. খান আতা
১৭. স্টক শেয়ারে নতুন প্রর্বতিত পদ্ধতি কোনটি?
ক. ডিভিডেন্ড খ. ডিভ্যালু
গ. ডিম্যাট ঘ. ডিসকাউন্ট
১৮. বাংলাদেশে চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায়?
ক. দিনাজপুর খ. রংপুর গ. ঈশ্বরদী ঘ. যশোর
১৯. মানবাধিকার দিবস কবে পালিত হয়?
ক. ২৬জুন খ. ১ আগস্ট গ. ১ মে ঘ. ১০ ডিসেম্বর
২০. শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত?
ক. রাজশাহী খ. বগুড়া গ. কুমিল্লা ঘ. চট্টগ্রাম
উত্তর: ১.ঘ ২.ক ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬. ক ৭.খ ৮.গ ৯.গ ১০.গ ১১.গ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.ঘ ২০.ঘ
Leave a Reply