সিলেট প্রতিনিধি :
ছবি: সংগৃহীত
ঈদুল আজহা উপলক্ষে সিলেটে পশু কোরবানির জন্য ৩০টি স্থান নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। শুক্রবার রাতে সিসিকের পিআরও শাহাব উদ্দিন শিহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মতামত নিয়ে কোরবানির জন্য ৩০টি স্থান নির্ধারণ করা হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ ও দূষণ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব স্থানে পশু কোরবানি করা যাবে-
১নং ওয়ার্ডের মীরের ময়দান, ২নং ওয়ার্ডের প্রহরী আ/এ পুরাতন মেডিকেল কলোনি, ৩নং ওয়ার্ডের ডা. গার্ডেন কাজলশাহ, পুকুরপাড়, ৪নং ওয়ার্ডের আম্বরখানা সরকারি কলোনি মাঠ, ৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ৬নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ৮নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ৯নং ওয়ার্ডের জবাইখানা, ১০নং ওয়ার্ডের কলাপাড়া ওয়ার্কশপের মাঠ ঘাসিটুলা, একই ওয়ার্ডের নবাব রোড, পিডিবি কোয়াটার, ১১নং ওয়ার্ডের লালাদিঘীর পাড় কাউন্সিলর কার্যালয়, ১২নং ওয়ার্ড কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান, ১৩নং ওয়ার্ড কাজীর বাজার মাদরাসা মাঠ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান, একই ওয়ার্ডের ডিসি কার্যালয় মাঠ, ১৫নং ওয়ার্ডের শাহজালাল জামিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ১৬নং ওয়ার্ডের সওদাগর টুলা মাঠ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলরের বাসা সংলগ্ন খোলা স্থান, ১৮নং ওয়ার্ডের মেয়রের বাসার সামনের মাঠ, ১৯নং ওয়ার্ডের দফতরিপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ, ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রহ.) উচ্চ বিদ্যালয় মাঠ, ২১নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, ২২নং ওয়ার্ডের ব্লক-এ, রোড-৭, একই ওয়ার্ডের খেলার মাঠ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, ২৪নং ওয়ার্ড কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান, ২৬নং ওয়ার্ড কাউন্সিলরের বাসা সংলগ্ন স্থান, ২৭নং ওয়ার্ডের আলমপুর বিভাগীয় কমিশনারের বাস ভবন সংলগ্ন স্থান।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দূষণ কমাতে ও দ্রুত বর্জ্য অপসারণের জন্য এ বছর পশু কোরবানির স্থান কমানো হয়েছে।
Leave a Reply