টাঙ্গাইল প্রতিনিধি :
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে ৪০ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষরা।
সরেজমিন সূত্র বলছে, শনিবার সকাল থেকে গাড়ি একই স্থানে রয়েছে।
যাত্রীরা জানান, সকাল থেকে আমরা একই স্থানে কয়েক ঘন্টা দাঁড়িয়ে রয়েছি।
বঙ্গবন্ধু সেতু থানার ওসি মোশারফ হোসেন জানান, সিরাজগঞ্জের অংশে থাকা গাড়ি টানতে না পারা, শনিবার কয়েক দফায় টোল বন্ধ থাকা এবং অতিরিক্ত গাড়ির চাপের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।
Leave a Reply