সোশ্যাল মিডিয়া ডেস্ক
ছবি : সংগৃহীত
ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। কিন্তু রাস্তায় যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে। আর তাই সময় কাটাতে যানবাহন থেকে নেমে ক্রিকেট খেলায় মত্ত যাত্রীরা।
আরো পড়ুন: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কি.মি. যানজট
ঠিক এমন একটি চিত্রই ঘুর ঘুর করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন ব্যাট করছেন, একজন করছেন বল। ব্যাটসম্যানকে ঘিরে রেখেছেন ফিল্ডাররা। পাশেই সারি সারি গণপরিবহন ও কোরবানী পশু বোঝাই ট্রাক।
জানা যায়, শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দীর্ঘ সারির জ্যামের কারণে বিভিন্ন যানবাহনে থাকা সব বয়সী মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। সময় কাটাতে পরবর্তীতে তারা সবাই রাস্তায় নেমে পড়ে। এ সময় তারা সকলে মিলে ক্রিকেট খেলা শুরু করেন।
Leave a Reply