কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা নগরীতে চলছে পশু কেনাবেচার ধুম। সেই সঙ্গে পাল্লা দিয়ে নতুন কাপড় কিনতে দোকানে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নগরীর মনোহরপুরের সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, আনন্দ সিটি শপিং সেন্টার, ময়নামতি টাওয়ারে ভিড় দেখা গেছে। এছাড়া কাপড় ছাড়াও দেদারছে জুতা বিক্রি হচ্ছে। তাছাড়া পুরোধমে ফুটপাতে কাপড় বিক্রি চলছে।
সাত্তার খান কমপ্লেক্সে আসা কামাল হোসেন বলেন, ঈদুল ফিতরের সময় মেয়ের জন্য জামা কিনেছি। মেয়ের আবদারে এ ঈদেও জামা কিনতে হবে। কলেজছাত্র আব্দুস সাত্তার বলেন, ঈদ তো ঈদই। কোরবানির আনন্দকে রাঙাতে নতুন পোশাক পরতে হবে।
ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, পরিবারের বাচ্চাদের জন্য নতুন পোশাক কিনতে হবে। পশু কোরবানির সঙ্গে নতুন পোশাক তাদের আনন্দ বাড়িয়ে তুলে।
নগরীর রেইসকোর্স এলাকার ইস্টার্ন এয়াকুব প্লাজার লোটো জুতার আউটলেটের পরিচালক এমদাদুল হক সোহাগ বলেন, ঈদুল ফিতরের মতো না হলেও মার্কেটে ক্রেতা রয়েছে। বিক্রিও ভালো হচ্ছে।
খন্দকার হক টাওয়ারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বলেন, ঈদের দুই দিন বাকি। তাই শুক্রবার ও শনিবার ক্রেতারা আসছেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক বলেন, ঈদ বাজারের নিরাপত্তায় নগরীর কান্দিরপাড়, মনোহরপুরসহ বিভিন্ন বিপনী বিতানে পুলিশের টহল রয়েছে।
Leave a Reply